জনপ্রিয়

বেঁধে রেখে তরুণীকে ধর্ষণ ৪ আসামি রিমান্ডে

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 1 year ago

মোঃ জামাল হোসেন, ঢাকা জেলা প্রতিনিধি

রাজধানীর মোহাম্মদপুরের একটি বাসায় বেঁধে রেখে সঙ্ঘবদ্ধ দর্শনের অভিযোগ দায়ের করা মামলায় ৪ আসামী তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোঃ জসিম এ আদেশ দেন। এই ঘটনায় জড়িত সবার নাম যেন অভিযোগপত্রে আসে তদন্ত কর্মকর্তাকে তা নিশ্চিত করার নির্দেশ দেন আদালত। রিমান্ডে যাওয়া আসামীরা হল সান, হিমেল, রকি ও সালমা আর আসামিদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপ পরিদর্শক এসআই ফারুকুল ইসলাম। শুনানিতে তারা বলেন আসামি সানের সঙ্গে বাদীর প্রেমের সম্পর্ক ছিল বিয়ে না করা এই মামলা সৃষ্টি হয়েছে। উভয়পক্ষের শুনানি শেষে আদালত প্রত্যেক আসামিকে তিন দিন করে রিমান্ডে মঞ্জুর আদেশ দেন। মোহাম্মদপুরের একটি বাসায় বেঁধে ২৫ দিন ধরে আটকে রেখে এক তরুণীকে সঙ্গবদ্ধ দর্শনের অভিযোগ ওঠে। তরুণী চিৎকার শুনে জরুরি সেবা 999 নম্বরে এক ব্যক্তি কল করলে পুলিশ তাকে শিখলে বাধা অবস্থায় নবীনগর হাউজিং এর একটি বাসা থেকে উদ্ধার করে। এরপর ধর্ষণ ও ধর্ষণের ভিডিও ধারণের অভিযোগে গত ৩১ শে মার্চ রাতে মোহাম্মদপুর থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী তরুণী।

  • বেঁধে রেখে তরুণীকে ধর্ষণ ৪ আসামি রিমান্ডে