জনপ্রিয়

বীরগঞ্জে বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে

প্রকাশক: Dainik Jagroto Matrivumi JM TV
প্রকাশ: 1 month ago

মোজাম্মেল হক বীরগঞ্জ উপজেলা প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জের ১০নং মোহনপুর ইউনিয়নের নাটেরহাট যৌথ বিদ্যালয় মাঠে প্রাঙ্গনে বাংলাদেশ জাতীয়তাবাদীদল ১০নং মোহনপুর ইউনিয়ন বিএনপি, যুবদল,কৃষকদল,স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল ও সকল সহযোগী সংগঠন এর আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১৯মার্চ বুধবার বিকাল ৫টায় ১০নং মোহনপুর ইউনিয়নের বিএনপির সভাপতি উপজেলা বিএনপির সহ-সভাপতি ফেরদৌস মন্ডল এরসভাপতিত্বে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষক দলের কেন্দ্রিয় কমিটির ১নং সদস্য, জেলা বিএনপি’র সহ-সভাপতি ও উপজেলা বিএনপি’র সভাপতি মনজুরুল ইসলাম। তিনি বলেন সংস্কারের নামে নির্বাচন পেছানোর সুযোগ নেই, যৌক্তিক সময়ের মধ্যে সংস্কার শেষ করে দ্রুত নির্বাচন আয়োজন করার তাগিদ দেন তিনি। গত ১৫ বছর ধরে মানুষ ভোট দিতে পারে নাই। বাংলাদেশের মানুষ একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায়। কিন্তু সংস্কারসহ বিভিন্ন ইস্যুর নামে নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করলে এদেশের জনগণ মেনে নিবে না।

অনুষ্ঠানে বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোজাহেদুল ইসলাম মাজু, উপজেলা বিএনপি’র যুগ্ন সাধারণ সম্পাদক জুলিয়াস জুয়েল,উপজেলা যুবদলের সদস্য সচিব তানভীর চৌধরী,
উপজেলা কৃষকদলের সভাপতি ফজলে আলম শাহীন,উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক আলিমদ্দীন, ছাত্র বিষয়ক সম্পাদক বীরগঞ্জ উপজেলা বিএনপি, শাহাজান সীরাজ সিপন, চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া করেন।

অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সভাপতি মনজুরুল ইসলাম। তার বক্তব্যে উদ্ধৃত হয়েছে, সংস্কারের নামে নির্বাচন পেছানোর সুযোগ নেই, যৌক্তিক সময়ের মধ্যে সংস্কার শেষ করে দ্রুত নির্বাচন আয়োজন করার তাগিদ দেন। এদেশের জনগণ একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন চান। তিনি আমাদের মাননীয় চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দেশ ও জাতির মঙ্গল কামনা করেন।