জনপ্রিয়

বিপিএল থেকে ছিটকে গেলেন তানজিম সাকিব!

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 3 months ago

আকাশ দাশ সৈকত

চোটের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) থেকে ছিটকে গেলেন সিলেট স্ট্রাইকারের তরুণ পেসার তানজিম হাসান সাকিব। বল হাতে চলতি বিপিএলে সিলেটের হয়ে দারুণ পারফরম্যান্স করেছিলেন তরুণ তানজিম হাসান সাকিব। আসরের শুরু থেকে দলটির নিয়মিত সদস্য ছিলেন তিনি। তবে গতকাল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে মাঠে দেখা যায়নি তাকে। জানা যায় চোটের কারণে সিলেটের একাদশে গত ম্যাচে দেখা যায়নি এই পেসারকে। আগে থেকে ঘাড়ে চোট থাকলেও ম্যাচের আগে বোলিং অনুশীলন করতে গিয়ে আরো বেড়ে যায় ফলে ঢাকার বিপক্ষে তার জায়গায় দলের একাদশে জায়গা পেয়েছিলেন আরেক পেসার সুমন খান। এইদিকে ধারণা করা হচ্ছে সাকিবের চোট থেকে সেরে উঠতে আরো একসপ্তাহের মতো সময় লাগতে পারে । অন্যদিকে চলতি বিপিএলে সিলেটের এখনো বাকি রয়েছে গ্রুপ পর্বের ৪ ম্যাচ। পরবর্তী ম্যাচগুলো তারা খেলবে যথাক্রমে ২৩, ২৬, ২৭ এবং ৩০ জানুয়ারি। সবগুলো ম্যাচ জিতলেও পয়েন্ট তালিকার তলানিতে থাকা দলটার প্লে-অফ খেলা প্রায় অনিশ্চিত ফলে এইখানেই শেষ হতে চলেছে সাকিবের চলতি বিপিএল আসর।