সাবেক প্রধান নির্বাচন কমিশনার ও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি মুহাম্মদ আবদুর রউফের ইন্তিকালে গভীর শোক প্রকাশ ও পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান ও মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম।
নেতৃদ্বয় বলেন, আইন এবং আদালত অঙ্গনে তাঁর দীর্ঘ আইনগত পেশা জীবনে পেশাদারিত্ব, স্বচ্ছতা এবং দায়িত্ববোধের যে উদাহরণ স্থাপন করেছেন তা একেবারেই বিরল। মজলুমদের পাশে দাঁড়াতে তিনি কখনো কারো সন্তুষ্টি-অসন্তুষ্টির পরওয়া করেননি। অনেক ক্ষেত্রে চ্যালেঞ্জ মাথায় নিয়ে আইনি সহযোগিতা প্রদান করেছেন। তাঁর এ লড়াই ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। আমরা তাঁকে গভীর কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি।
নেতৃদ্বয় বলেন, বিচারপতি আবদুর রউফ প্রধান নির্বাচন কমিশনার থাকাকালে ১৯৯১ সালে জাতিকে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দিয়েছিলেন; যে নির্বাচন দেশ-বিদেশে সকলের নিকট গ্রহণযোগ্যতা পেয়েছিলো। তার নিরপেক্ষতা, সততা ও যোগ্যতা ছিলো প্রশ্নাতীত।
মহান আল্লাহ রাব্বুল আলামীন তাঁর সকল ভুলত্রুটি মাফ করে নেক আমলসমূহ কবুল করুন এবং তাঁকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন। আমি তাঁর শোকাহত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, শুভাকাক্সক্ষী ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।