জনপ্রিয়

বিএনপির সম্মেলন প্রতিহতের ঘোষণা দিয়ে দফায় দফায় মশাল ও ঝাড়ু মিছিল

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 3 months ago

সংবাদদাতা : দেলোয়ার হোসাইন মাহদী (ব্রাহ্মণবাড়িয়া)  প্রতিনিধি :

আসন্ন ১ ফেব্রুয়ারী সম্মেলনের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির একাংশের নেতাকর্মীরা মিছিল করেছেন। গত কয়েকদিন যাবৎ এনিয়ে দফায় দফায় শহরের মেইন পয়েন্টে প্রতিবাদী মিছিল, মশাল মিছিল ও ঝাড়ু মিছিল করতে দেখা যাচ্ছে একাংশের নেতৃবৃন্দ ও সমর্থকদের। এগুলোতে কয়েক হাজার নেতাকর্মীও অংশগ্রহণ করেন।

জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি গোলাম সারওয়ার খোকন বলেন, জেলা বিএনপির নামে একটি কুচক্রী মহল কূটকৌশলের মাধ্যমে এই সম্মেলনের আয়োজন করেছে। ত্যাগী, নির্যাতিত ও দলের দুর্দিনে শত মামলা ও হামলার শিকার নেতাকর্মীদের বাদ দিয়ে প্রহসনের সম্মেলন করার পাঁয়তারা করছে তারা। নেতাকর্মীদের বড় অংশকে বাদ দিয়ে পক্ষটি ভুয়া ভোটার তালিকা প্রণয়ন করে নির্বাচনের মাধ্যমে জেলা বিএনপির কাউন্সিল করতে চায়। পূর্ণাঙ্গ ভোটার তালিকা তৈরি না করে আগামী ১ ফেব্রুয়ারি প্রহসনের সম্মেলন করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। আমরা এই সম্মেলন মানি না। প্রতিদিন সম্মেলন বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।

জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মুমিনুল হক, আলী আজম, জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লা, যুবদল নেতা মনির হোসেন ও জেলা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

উল্লেখ্য গত ২৮শে ডিসেম্বর জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। একাংশের বিক্ষুব্ধ নেতাকর্মীদের বিরোধিতার মুখে তা স্থগিত হয়ে যায়। পরবর্তীতে ১৮ জানুয়ারি পুনরায় সম্মেলনের তারিখ ঘোষণা করা হলে দুই পক্ষের সমঝোতা না হওয়ায় আবারও সেই তারিখ স্থগিত করে দেওয়া হয়। ১ ফেব্রুয়ারি নতুন করে তৃতীয়বারের মতো আবারও সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়েছে। এরপর থেকে বঞ্চিত নেতাকর্মীরা আন্দোলনে নামেন।

  • বিএনপির সম্মেলন প্রতিহতের ঘোষণা দিয়ে দফায় দফায় মশাল ও ঝাড়ু মিছিল