জনপ্রিয়

বালি ভর্তি লরির ধাক্কায় প্রাণ গেলো ০১ বালকের

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 7 months ago

মোঃ খালিদ হাসান নিশাদ, স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহ জেলার. ফুলপুর উপজেলার. ৩ নং ভাইটকান্দি ইউনিয়নের ০৬ নং ওয়ার্ডের দ্বারাকপুর গ্রামের বাসিন্দা মোঃ ফজল হক এর ছেলে মোঃ আল আমিন(১৫) রোড এক্সিডেন্ট প্রাণ হারায়। ঘটনার সূত্র ধরে জানা যায়। রবিবার আনুমানিক সন্ধ্যা ৬.৩০ মিনিট এর সময়। রাস্তার পাশ দিয়ে হেঁটে হেঁটে যাস ছিলো নিজ বাড়ি থেকে। মানিক নগর বাঘার মোড় নামক স্থানে। মোড়ে পৌঁছানোর আগেই পিছন থেকে বালি ভর্তি লরি এসে ধাক্কা দেয়। ধাক্কা দাওয়াই গাড়ির নিচে পড়ে যায় ছেলেটি ঘটনাস্থল থেকে উদ্ধার করে জনসাধারণ প্রতিনিধিরা। মাজার উপর দিয়ে গাড়ির চাকা যায় এবং পর্যাপ্ত আঘাতপ্রাপ্ত হয় মাথায় বলেন। এবং দ্রুত উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তারাকান্দা উপজেলা পৌঁছানোর সাথে সাথে মৃত্যুবরণ করেন। মৃত আলামিনের মারাদেহ নিয়ে যাওয়া হয় রাত ০৯ টা ৩০ মিনিটের সময় নিজ বাড়িতে। কিন্তু একপর্যায়ে আইন-শৃঙ্খলা বাহিনী তার নিজ বাড়ি থেকে ময়না তদন্ত করার জন্য থানায় নিয়ে আসেন। এ এস আই আলমগীর হোসেন। লাস নিয়ে আসার প্রায় ৫ থেকে ৬ ঘন্টা পর। সামাজিকভাবে এলাকার সম্মানিত ব্যক্তি বর্গরা উপস্থিতি থেকে মীমাংসা করে দেন। লরির মালিক কে ২ লক্ষ টাকা জরিমানা করা হয় বলে জানান বিভিন্ন স্তরের লোক জন।উপস্থিতি ছিলেন ৩ নং ভাইটকান্দি ইউনিয়নের চেয়ারম্যান আলাল উদ্দিন। ৬ নং ওয়ার্ডের মেম্বার মুক্তাদির হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান রিনা আক্তার ও বিশিষ্ট ব্যবসায়ী হাসিম ডিলার সহ উপস্থিত ছিলেন নানা পেশাজীবীর লোকজন। সকল মীমাংসার সর্বোপরি শেষ বিকাল ৫ টা ৩০ মিনিটে পারিবারিক কবরস্থানে চির নিদ্রায় সাহিত্য করা।

  • বালি ভর্তি লরির ধাক্কায় এ প্রাণ গেলো এক বালকের