মোঃ রেজাউল করিম খান, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যান সমিতির সিরাজগঞ্জ জেলা শাখার ত্রি- বার্ষিক নির্বাচনে চেয়ারম্যান পদে প্রফেসর মোঃ গোলাম মোস্তফা এবং সাধারণ সম্পাদক পদে তফিজ উদ্দিন আহমেদ সহ ১৭ টি পদে বিপুল ভোটে বিজয় লাভ করেছে। শনিবার (৯ মার্চ) বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যান সমিতির সিরাজগঞ্জ জেলা শাখার নিজস্ব কার্যালয়ে শনিবার সকাল ৮টা থেকে বিরতিহীন ভাবে ৪টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। পরে রাত প্রায় ১২ পর্যন্ত ভোট গননা শেষে ফলাফল প্রকাশ করেন, বাংলাদেশ অবসর প্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির জেলা শাখা সিরাজগঞ্জের রিটার্নি অফিসার মোঃ আব্বাস আলী খান। এ নির্বাচনে পুনরায় , চেয়ারম্যান পদে প্রফেসর গোলাম মোস্তফা ২৬৪ ভােট পেয়ে নির্বাচিত হন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুর রাজ্জাক ৮৬ ভোট পান, ভাইস চেয়ারম্যান পদে আব্দুল আজিজ মিয়া ১৯২ ভোট পেয়ে নির্বাচিত হন এবং তার নিকটতম আছির উদ্দিন মিলন ১০০ ভোট পান, ভাইস চেয়ারম্যান (২) এ পদে আবুল হোসেন ২৭৭ ভোট পেয়ে নির্বাচিত তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রফিকুল ইসলাম ১১২ ভোট পান, সাধারণ সম্পাদক পদে তফিজ উদ্দিন আহমেদ ৩০৬ ভোট পেয়ে নির্বাচিত হন তার নিকটতম তার প্রতিদ্বন্দ্বী গোলাম রব্বানী তালুকদার ৯২ ভোট পান, যুগ্ন-সাধারণ সম্পাদক পদে আমিরুল ইসলাম ২৮৭ ভোট পেয়ে নির্বাচিত হন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল আউয়াল তালুকদার ৯৬ ভোট পান, কোষাধ্যক্ষ পদে আলহাজ আব্দুস সাত্তার ২৮৪ ভোট পেয়ে নির্বাচিত তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল মজিদ ১০১ ভোট পান, যুগ্ম- কোষাধ্যক্ষ পদে বিনাপ্রতিদ্বন্দিতায় নির্বাচিত হন, কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হন, হাফিজুর রহমান, এস.এম.আঃ মজিদ, মোঃ মতিউর রহমান, আব্দুল হাইখান, মোঃ আব্দুল আজিজ মিয়া, নূর মোহাম্মদ, আনোয়ার হোসেন, মোঃ শাহজাহান আলী, মোছাম্মাদ লায়লা আরজুমান বানু। এ নির্বাচনে, জেলার অবসরপ্রাপ্ত কর্মচারী ৬২৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। দুটি প্যানেল মোট ৩৩জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে যুগ্ম কোষাধ্যাক্ষ পদে আনসানরুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। চেয়ারম্যান পদে আব্দুর রাজ্জাক ও সাধারন সম্পাদক পদে গোলাম রব্বানী তালুকদার এর প্যানেলে ১৭ জন, চেয়ারম্যান পদে প্রফেসর মো: গোলাম মোস্তফা ও সাধারন সম্পাদক পদে তফিজ উদ্দিন এর প্যানেলে ১৬ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে। বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যান সমিতির সিরাজগঞ্জ জেলা শাখার প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর এসএম মনোয়ার হোসেন বলেন, শনিবার সকাল ৮ টস থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে অবাধ, সু্ষ্ঠু নিরপেক্ষভাবে সরাসরি ভোটের মাধ্যমে এ নির্বাচন করা হয়। বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যান সমিতির সিরাজগঞ্জ জেলা শাখার রিটার্নিং অফিসার মোঃ আব্বাছ আলী খান বলেন, জেলা অবসর সরকারি কর্মচারী কল্যান সমিতি তিন বছরের জন্য সুষ্ঠু ভোটের মাধ্যমে চেয়ারম্যান ১জন, ভাইস চেয়ারম্যান ২জন, সাধারন সম্পাদক পদে ১জন, যুগ্ম সম্পাদক ১জন, কোষাধ্যাক্ষ ১জন, যুগ্ম কোষাধ্যাক্ষ ১জন, কার্যনির্বাহী সদস্য ১০জন নির্বাচিত হয়েছেন।