বাংলা সাহিত্য আন্দোলনের ঢাকা বিভাগীয় কমিটি গঠিত হয়েছে। নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মুহিতুল ইসলাম মুন্না এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন শারমিন হক।
নতুন কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহ-সভাপতি ইমরান খান রাজ, সাংগঠনিক সম্পাদক খাদিজা সাবা চৌধুরী, প্রকাশন সম্পাদক মোঃ সাইফুল্লাহ, সভায়োজন সম্পাদক আরমান হোসাইন, প্রচার সম্পাদক হিমন মিয়া, কোষাধ্যক্ষ নাবিলা কবির, সংস্করণ সম্পাদক সৈয়দ জুনায়েদ এবং দপ্তর সম্পাদক শিমুল হোসাইন।
বাংলা সাহিত্য আন্দোলন ২০২৩ সালের ১১ আগস্ট প্রতিষ্ঠিত হয়, যার লক্ষ্য সাহিত্যচর্চার বিকাশ, প্রকৃত লেখকদের যথাযথ মূল্যায়ন এবং নিম্নমানের সাহিত্যিক প্রকাশনা ও স্বজনপ্রীতির বিরুদ্ধে সচেতনতা তৈরি করা। নবগঠিত ঢাকা বিভাগীয় কমিটি সংগঠনের লক্ষ্য বাস্তবায়নে কাজ করবে বলে আশা করা হচ্ছে।
কমিটির দায়িত্বপ্রাপ্তরা জানিয়েছেন, তারা ঢাকা বিভাগে নিয়মিত সাহিত্যচর্চা, কর্মশালা, প্রতিযোগিতা এবং প্রকাশনা কার্যক্রম পরিচালনা করবেন। এছাড়াও তরুণ লেখকদের জন্য প্ল্যাটফর্ম তৈরি ও বাংলা সাহিত্যের সমৃদ্ধি নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য।