মোঃ খালিদ হাসান নিশাদ (স্টাফ রিপোর্টার)
গতকাল ২৮শে জুন রাত ৮টায় বরিশাল শিল্পকলা একাডেমিতে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ব্যবস্থাপনা কমিটি আয়োজিত মতবিনিময় সভায় অংশগ্রহণ করে বাসদ বরিশাল জেলা শাখার পক্ষে ডাঃ মনীষা চক্রবর্ত্তী কিছু মতামত তুলে ধরেন। মূল পয়েন্টগুলি ছিল: * বরিশাল ও দক্ষিণাঞ্চলের ক্যান্সার রোগীদের জন্য প্রায় ১০ বছর ধরে রেডিওথেরাপি মেশিন নষ্ট থাকায় সেবা বন্ধ আছে। অবিলম্বে এই মেশিন চালু করতে হবে। শেবাচিম হাসপাতালে ২৪ ঘন্টা রক্তপরীক্ষা, সিটি স্ক্যান, এম আর আইসহ সকল সেবা চালু রাখতে হবে। * আউটডোর কম্পলেক্স বর্ধিত করা, বিশেষজ্ঞ আউটডোর চালু করা, ভবন ও শয্যা বাড়ানো, নিউরোসার্জারি, এনজিওগ্রাম, কার্ডিয়াক সার্জারি চালু করতে হবে *আই সি ইউতে সার্বক্ষণিক চিকিৎসক নিয়োগ, আই সি ইউতে আলাদা ডায়ালাইসিস মেশিনসহ সকল সেবা চালু করতে হবে। * শেবাচিমে পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি এম ডি,এম এস, ডিপ্লোমা চালু করে গবেষণা ও শিক্ষার পরিবেশ তৈরি করতে হবে । জনবল সংকট নিরসন করতে হবে। * বরিশালের সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গের সাথে শেবাচিমের উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের অগ্রগতি নিয়ে নিয়মিত বৈঠক করতে হবে।