জনপ্রিয়

বগুড়ায় প্রতিবেশীর বিরুদ্ধে ৬ বছরের দুই শিশুকে ধর্ষণের অভিযোগ

প্রকাশক: Dainik Jagroto Matrivumi JM TV
প্রকাশ: 1 month ago

বগুড়া জেলা প্রতিনিধি

দেশে আছিয়ার মৃত্যুর শোক কাটিয়ে ওঠার আগেই বগুড়ার কাহালুতে প্রতিবেশীর ৬ বছর বয়সী দুই শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। দুই শিশুর মধ্যে একজনের রক্তক্ষরণ হচ্ছে, অপরজন জ্বরে আক্রান্ত। ঘটনার পর থেকে অভিযুক্ত ব্যক্তি পলাতক রয়েছেন।

শনিবার (১৫ মার্চ) সকালে মামলার বিষয় নিশ্চিত করে কাহালু থানার ওসি আব্দুল হান্নান জানান, নুরু ইসলাম (৪৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে খাবারের প্রলোভন দেখিয়ে শিশু দুটিকে ধর্ষণের অভিযোগে মামলা করা হয়েছে।

এর আগে গত বুধবার (১২ মার্চ) উপজেলার পাইকড় ইউনিয়নের একটি গ্রামে এ ঘটনা ঘটে। পরে বিষয়টি জানাজানি হলে পুলিশ শুক্রবার রাতে দুই শিশুকে নিজেদের হেফাজতে নিয়ে হাসপাতালে ভর্তি করায়।

নুরু ইসলাম উপজেলার পাইকড় ইউনিয়নের বাসিন্দা ও পেশায় কৃষি শ্রমিক।

এজাহারের বরাতে পুলিশ সূত্র জানায়, বুধবার শিশু দুইটি বাড়ির সামনে খেলছিল। এ সময় খাবারের লোভ দেখিয়ে তাদের নিজ বাড়িতে নিয়ে যায়। সেখানে দুই শিশুকে ধর্ষণ করে নুরু। পরদিন বৃহস্পতিবার ধর্ষণের শিকার দুই শিশুর একজন জ্বরে আক্রান্ত ও আরেকজনের রক্তক্ষরণ শুরু হলে পরিবার বিষয়টি টের পেলে অভিযুক্ত নুরু এলাকা ছেড়ে পালিয়ে যায়।

পরবর্তীতে পুলিশ খবর পেয়ে শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে ভুক্তভোগী দুই শিশুকে হেফাজতে নিয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়।

কাহালু থানার ওসি আব্দুল হান্নান জানান, দুই শিশু ধর্ষণের ঘটনায় পরিবারের পক্ষ থেকে নুরুকে আসামি করে মামলা দায়ের হয়েছে। শিশু দুটির চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে রাখা হয়েছে।