জনপ্রিয়

বগুড়ায় পারভেজ হত্যা মামলার ২ জন গ্রেফতার

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 1 month ago

বগুড়া জেলা প্রতিনিধি

বগুড়া শাহজাহানপুর উপজেলার চকলোকমান খন্দকার পাড়া আর্ট কলেজের দক্ষিণ পার্শে পূর্ব বিরোধের কারনে একই এলাকার বিবাদীগন ভিকটিম পারভেজ (২১) কে ও তাহার বন্ধু আতিকুলকে ধারালো চাকু দিয়ে পেটেসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে জখম করে পালিয়ে যায়। পরবর্তীতে জখমীদের হাসপাতালে নিয়ে গেলে সেখানে ভিকটিম পারভেজ মৃত্যুবরন করেন।

উক্ত ঘটনায় ভিকটিমের পিতা বাদি হয়ে এজাহার নামীয় ৩ জন আসামীসহ অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। ডিবির একটি দল গত বৃহস্পতিবার ১৩ মার্চ দিবাগত রাতে ঢাকা জেলার দঃখান থানাধীন ময়নারটেক এলাকায় অভিযান করে মামলার এজাহার নামীয় আসামী মোঃ হিরু (২৫), পিতা মোঃ সাইদুল ইসলাম, মোঃ নিশাদ (২০), পিতা মোঃ মানিক, উভয় সাং চকলোকমান খন্দকারপাড়া, থানা-শাহজাহানপুর, গ্রেফতার করেন।

আসামীরা আদালতে স্বীকারোক্তীমুলক জবানবন্দি প্রদান করলে বিজ্ঞ আদালত তাদের জেলহাজতে প্রেরন করেন।

  • বগুড়ায় পারভেজ হত্যা মামলার ২ জন গ্রেফতার