জনপ্রিয়

ফেনীর ব্র্যাক একাউন্টের ৩জন হ্যাকার গ্রেফতার

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 10 months ago

সংবাদ দাতা-ফাহমিদা ফিরোজ

ফেনী শহরে অবস্থিত শহীদ শহীদুল্লাহ্ কায়সার সড়কে অবস্থিত ব্রাক ব্যাংকের শাখা অন্যতম একটি শাখা। অভিযোগ পাওয়া যায় সে ব্রাক ব্যাংক একাউন্ট থেকে গত ১৬ই জানুয়ারি আনুমানিক রাত ১১টায় প্রায় সাত লাখ টাকা নাই।টাকা গুলো রাখেন শহরের স্টেশন রোডের করিমুল হক। সে টাকা ছিল ব্যাবসায়িক লেনদেনের। আর সেই টাকা উদ্ধারের জন্য অভিযান চালিয়ে যান ফেনী মডেল থানা থেকে এবং ৩ফেব্রুয়ারি আটক হন হ্যাকারের একজন সদস্য ইকবাল।আটক করেন সাইফুল আলমের নেতৃত্বে। গতকাল বুধবার সেই হ্যাকারে জড়িত একজন কে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি করেন। এবং সেই আসামির কথা অনুযায়ী ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থোয়াই অং প্রু মারমা রাতে অভিযান চালান।আজ ২৮শে মার্চ আরও দুজন আসামিকে থানায় আনেন। এছাড়াও জানা গেছে যে, ইসলামি ব্যাংক থেকে শুরু করে সিটি ব্যাংক পর্যন্ত শত শত ই-মেইল পাওয়া যায় ইকবালের মোবাইলে। আজ ২৮শে মার্চ আটক হওয়া দুই সদস্যের নাম হলো-আরিফ উল্লাহ(৪০)।রকিবুল হাসান ওরফে রাকিব (৩৪)।চট্টগ্রাম জেলার চান্দগাঁও থানার বাসিন্দা হলেন মোহাম্মদ ইকবাল। আজ গ্রেফতার হওয়া দুজন সদস্য হলেন কক্সবাজার মহেশখালী থানার বাসিন্দা।

  • ফেনীর ব্র্যাক একাউন্টের ৩জন হ্যাকার গ্রেফতার