সংবাদ দাতা-ফাহমিদা ফিরোজ : গ্রামীণ সুবিধা বঞ্চিত নারীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে অদ্য ৪ এপ্রিল রোজ বৃহস্পতিবার। উদ্যোগটি নিয়েছেন ফেনী-১ সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম। বিশেষ অতিথি ছিলেন জালাল উদ্দীন চৌধুরী পাপ্পু।কামাল উদ্দিন মজুমদার। প্রধান অতিথি হিসেবে ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডাক্তার জাহান আরা আরজু। আজ ৪ঠা এপ্রিল সময় সকাল সাড়ে দশটা থেকে মেশিন বিতরণের কার্যক্রম শুরু হয়। দুপুর ১টা পর্যন্ত এই বিতরণের কার্যক্রম শেষ হয়। নারীদের হাতে সেলাই মেশিন তুলে দেন প্রধান অতিথি ডাক্তার জাহান আরা আরজু। ফেনীর সংসদ সদস্য -১ এর আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম অনুষ্ঠানে জানান যে, এই মেশিন বিতরণ করা হচ্ছে কারণ যাতে কোনো বেকার কেউ না থাকে। কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আমাদের এই কার্যক্রমের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও জানান গতকাল শুক্রবার ফুলগাজী, ছাগলনাইয়া বিতরণ করা হবে এই সেলাই মেশিন।