সংবাদ দাতা-ফাহমিদা ফিরোজ: ৫ই এপ্রিল রোজ শুক্রবার সকাল সোয়া আটটায় ফেনীর অন্যতম ফাজিলপুর রেলস্টেশনে বালু ট্রাক সংঘর্ষে নিহত হয়েছেন ২ জন। ঘটনাটি নিশ্চিত করেছেন পুলিশ সুপার জাকির হাসান। অন্যদিকে রেলস্টেশনের মাষ্টার মোহাম্মদ হারুন জানান ফাজিলপুর রেলস্টেশন এবং মুহুরী গন্জ্ঞ রেলস্টেশনের মধবর্তী স্থানে ঘটনাটি ঘটে। আর এ-ই ঘটনায় জানা গেছে যে, ১১:৪৫ মিনিটে চট্টগ্রাম উদ্দেশ্যে যে ট্রেন ছাড়ে তার সংঘর্ষে দূর্ঘটনাটি ঘটেছে।যার জন্য সন্দেহ করা হচ্ছে গেটম্যান মো.সাইফুলকে।কিন্তু বর্তমানে তিনি এখন পলাতক রয়েছে। নিহত ২ ব্যাক্তির মধ্যে একজন বরিশালের এমন তথ্য জানিয়েছেন পুলিশ সুপার জাকির হাসান। অন্যজনের নাম ঠিকানা এবং কিছুই জানা যায় নি। তাদের দুজনকে পাঠানো হয়েছে মর্গে। আর এই ঘটনার তদন্ত চলছে।