জনপ্রিয়

ফিলিস্তিনের বর্বরতার প্রতিবাদে দেবহাটায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 9 months ago

ইব্রাহীম হোসেন দেবহাটা প্রতিনিধি: ফিলিস্তিনে নিরীহ ছোটশিশু সহ অসহায় নারী-পুরুষের ওপর হামলার প্রতিবাদে ও স্বাধীনতার ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবিতে পারুলিয়াতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ এপ্রিল) উপজেলার পারুলিয়া বাসস্টান্ডে এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে মসজিদ আল মোস্তফা সহ সর্বস্তরের মুসুল্লিগন । শুরুতে পারুলিয়ার আল মোস্তফা শিয়া মসজিদের গেট থেকে হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন মাওলানা ইউনুস আলী গাজীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে পারুলিয়ার বাসস্ট্যান্ডে এসে মানববন্ধন ও সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন ইউনুস আলি গাজী, সাতক্ষীরা গার্লস স্কুলের শিক্ষক ফরহাদ হোসেন, মাওলানা শফিকুল ইসলাম প্রমুখ। বক্তরা বলেন, ফিলিস্তিনে ইসরালী যে বর্বরতা চলছে তা অতীতের সকল বর্বরতাকেও হার মানাবে। মানবাধিকার লঙ্ঘনের যে নজির ইসরায়েল সৃষ্টি করেছে ইতিহাসে তা ঘৃনীত অধ্যায় হিসেবে লিপিবদ্ধ থাকবে। এসময় তিনি ইসরাইলের সহযোগী পশ্চিমা ও মোনেফেক শাষকদের নিস্ক্রিয় ভ‚মিকা এবং ইসরায়েলের প্রতি সহযোগি মনোভাবের তিব্র সমালোচনা করেন। তিনি আরো বলেন, মধ্যপ্রাচ্যের বিষফোঁড়া দখলদার ইসরাইল গাজায় নিরাপরাধ নারী, শিশু ও বয়স্কদের নির্বিচারে গুলি করে বোমা মেরে হত্যা করছে। গাজা নগরীকে কবরস্থানে পরিণত করা হয়েছে। পানি, বিদ্যুৎ, খাদ্য সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়াও তিনি মুসলমানদের প্রথম কেবলা আল আকসা মুক্ত করার স্লোগান দেন। মানববন্ধনে অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন ২নং পারুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর, দরদি সংগঠনের প্রতিষ্ঠাতা ও জিডিআইসি ঢাকা এর ব্রান্ড এন্ড কমিউনিকেশন ম্যানেজার আব্দুল্লাহ্ আল মামুন, মাওলানা শফিকুল ইসলাম, মোবাল্লিগ আবুল কাশেম, মুছা করিম, আয়ুব হেসেন, রমজান আলী গাজী সহ আরো অনেকে। এসময় উপস্থিত বিক্ষোভকারী মুসল্লিরা এই জঘন্যতম বর্বরতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ইসরাইল ধ্বংস হোক নিপাত যাক, ফিলিস্তিন স্বাধীনতা দিতে হবে, দিতে হবে সহ ফিলিস্তিনের পক্ষে স্লোগান ও প্লেকার্ড প্রদর্শন করতে থাকেন ।

  • ফিলিস্তিনের বর্বরতার প্রতিবাদে দেবহাটায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি