শিমুল হোসাইনঃ মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু সুযোগ্যা কন্যা জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় দেশে কারিগরি শিক্ষার প্রসার ঘটেছে। এমনই একটি উদ্যোগ, কারিগরি শিক্ষা বোর্ডে স্থাপিত আন্তর্জাতিক মানের ওয়েল্ডিং ল্যাব। নারী পুরুষ নির্বিশেষে, প্রথমে ভার্চুয়ালি ওয়েল্ডিং শিখে পরে বাস্তবে ওয়েল্ডিং করবেন। এখন চলছে প্রশিক্ষকদের প্রশিক্ষণ। পর্যায়ক্রমে আমাদের শিক্ষার্থীদের মাঝে যাতে আমেরিকান মানের ওয়েল্ডিং দক্ষতা গড়ে উঠে সেই লক্ষ্যে এই উদ্যোগ।সারা বাংলাদেশে মাধ্যমিক পাশ/এসএসসি/দাখিল পাশ শিক্ষার্থীদের জন্যে রয়েছে নানান সরকারি বেসরকারি পলিটেকনিকে, টি-এস-সিতে, দক্ষতা সমৃদ্ধ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, ট্রেড কোর্স, এইচএসসি ভোকেশনাল এ শিক্ষা গ্রহণের সুযোগ। প্রস্তুত আছে প্রায় দুই লক্ষ আসন। সাধারণ উচ্চ মাধ্যমিক শিক্ষার চাইতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, নার্সিং, হেলথ টেকনোলজি, ও নানান ডিপ্লোমা ও ভাষা জ্ঞান থাকলে চাকরির যেমন থাকে শতভাগ নিশ্চয়তা, সেই সাথে ডিপ্লোমা থেকে ভবিষ্যতে বিএসসি পাশ করে উচ্চতর শিক্ষার সুযোগও অবারিত থাকে। প্রয়োজন শুধুই মানসিকতা পরিবর্তনের। বঙ্গবন্ধুর কন্যা সুযোগ করে দিচ্ছেন কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা নেয়ার, এবং পাশাপাশি উচ্চতর শিক্ষারও। অভিভাবক, শিক্ষার্থী সবাইকে তাই অনুরোধ, এসএসসির পরে সাধারণ পথে না গিয়ে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার অসাধারণ পথে হাটার সুযোগটিও যেনো আমরা কাজে লাগাই।