পিছিয়ে পড়েও উইম্বলডনের ‘রাজা’ সিনার’

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 13 hours ago

আকাশ দাশ সৈকত

পিছিয়ে পড়েও আলকারাজকে হারিয়ে প্রথম ইতালিয়ান হিসেবে উইম্বলডনে পুরুষ এককে শিরোপা জিতলেন সিনার ।

ফেঞ্চ ওপেন যেখান থেকে শেষ করেছিলেন সেইখান থেকে যেন শুরু করলেন উইম্বলডন। তবে ফেঞ্চ ওপেনে হারার প্রতিশোধ পিছিয়ে পড়েও খুব দারুণভাবে নিলেন ইতালিয়ান তারকা সিনার। সময়ের দুই সেরা তারকার মুখোমুখিতে প্রথম সেট জিতে কোর্টের অন্য প্রান্তে হাসে ঝরেছিল কার্লোস আলকারাজের মুখে। কিন্তু পরের তিন সেটে মুছে গেছে সিনারের দারুণ খেলায়। আলকারাজকে ৪-৬ ৬-৪, ৬-৪, ৬-৪ গেমে হারিয়ে প্রথম উইম্বলডন শিরোপা জিতলেন সিনার।

ইতালিয়ান এই শীর্ষ বাছাইয়ের ক্যারিয়ারে এটি চতুর্থ গ্র্যান্ড স্লাম শিরোপা। হারে টানা তৃতীয় উইম্বলডন জয়ের সুযোগ হারালেন দ্বিতীয় বাছাই আলকারাজ।

ছেলেদের টেনিসে ‘বিগ থ্রি’ যুগ শেষে নতুন যুগ শুরু করা দুই তারকার খেলা দেখতে গ্যালারিতেও জমেছিল তারার মেলা। টেনিস কিংবদন্তি আন্দ্রে আগাসি থেকে হলিউডের নিকোল কিডম্যান, কাইরা নাইটলিরা ছিলেন গ্যালারিতে উপস্থিত।

  • পিছিয়ে পড়েও উইম্বলডনের ‘রাজা’ সিনার'