জনপ্রিয়

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে রক্তাক্ত লড়াই! ১৯ পাক সেনার মর্মান্তি*ক মৃ*ত্যু

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 6 days ago

আন্তর্জাতিক ডেস্ক.

পাকিস্তানের একাধিক স্থানে হামলা চালিয়েছে আফগান তালেবান। এসময় দুদেশের সীমান্তরক্ষীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে ১৯পাকিস্তানি সেনা নিহত হয়েছে। সম্প্রতি দেশটির ভেতরে পাকিস্তানি হামলার প্রতিশোধ নিতে পাল্টা এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়। চলতি সপ্তাহে আফগানিস্তানের পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলার পর দুদেশের সীমান্তে চরম উত্তেজনা বিরাজ করছিল।

আফগান সীমান্ত বাহিনীর খোস্ত প্রদেশে আলিশির জেলায় বেশ কয়েকটি পাকিস্তানি সামরিক চকিতে আগুন দিয়েছে এবং পাকতিয়া প্রদেশের ডান্ডি পাতান জেলায় দুটি পাকিস্তানি পোস্ট দখল করেছে। প্রতিরক্ষা সূত্রটি আরো জানিয়েছে ডান্ডি পাতান জেলায় পাকিস্তানি সেনাদের ছোড়া মর্টারশেলের আঘাতে তিন আফগানিস্তান বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছে।

এদিকে গত সপ্তাহে পাকিস্তানে একটি সন্ত্রাসী হামলার পর আফগানিস্তানের পাক প্রদেশের বারমাল জেলায় চারটি স্থানে বোমা হামলা চালায় পাকবাহিনী। ওই হামলায় অন্তত ৫১ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন তালেবান সরকারের এক মুখপাত্র। নিহত ব্যক্তিদের অধিকাংশই শিশু ও নারী।

পাকিস্তানের ওই হামলার নিন্দা জানিয়েছে তালেবান সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়। সেই সঙ্গে আফগান ভূখণ্ডে পাকিস্তানের হামলাকে বরবর ও স্পষ্ট আগ্রাসন অভিহিত করে এর জবাব দেয়ার ঘোষণা দিয়েছিল তালেবান সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়।