জনপ্রিয়

পাকি/স্তানি নম্বর থেকে বাংলা/দেশে বো/মা হাম/লার হুমকি!

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 3 months ago

অনলাইন ডেস্ক.

বাংলাদেশ পাকিস্তান সম্পর্কে এখন বইছে সুবাতাস। এরই মধ্যে দেশটির কয়েকটি বাণিজ্যিক জাহাজ বাংলাদেশে এসে শেষ সম্পর্কেরই ইঙ্গিত দিচ্ছে। ঠিক এমনই সময়ে পাকিস্তানি এক মোবাইল নাম্বার থেকে বাংলাদেশ বিমানে দেয়া হয়েছে বোমা হামলার হুমকি।

পাকিস্তানি একটি হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ফ্লাইটে বোমা হামলার হুমকি দেয়া হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ। বুধবার ডিএমপি তাদের অফিস অফিশিয়াল ভেরিফাইড ফেসবুক পোস্টে এই তথ্য জানিয়েছে।

ওই পোস্টে বলা হয় ২২ শে জানুয়ারি ভোর ৪.৩৭ মিনিটে এয়ারপোর্ট এপিবিয়ান এর ডিউটি অফিসারের নাম্বারে whatsapp এ একটি পাকিস্তানি নাম্বার থেকে বোমা হামলার হুমকির বার্তা আসে। ওই বার্তায় দাবি করা হয় রোম থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৫৩৬ উড়োজাহাজ উচ্চমাত্রার ৩৪ কেজি বিস্ফোরক রয়েছে। ওই বার্তা পাওয়া মাত্রই কাউন্টার টেরোরিজম এন্ড ন্যাশনাল ক্রাইমের বোমা নিষ্ক্রিয়কারী ইউনিট এবং ক্যানাইন ইউনিট যৌথবাহিনীর সঙ্গে অভিযানে যোগ দেন।

এদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে, ফ্লাইটে বোমা হামলার হুমকি দেয়া হয়েছে সেটিতে তল্লাশি করে কোন কিছু পাওয়া যায়নি এরপর বেলা দেড় টার দিকে সব যাত্রী নিরাপদে বিমানবন্দর ত্যাগ করেন। ফ্লাইটটি বিজি ৩৫৬ ইতালির রোম থেকে মঙ্গলবার সকাল ৯.২০ মিনিটে ঢাকায় আসে পথে ফ্লাইটটিতে বোমা হামলার হুমকি দেয়া হয়। বিমানের জনসংযোগ বিভাগ সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে নিরাপত্তা বিধি অনুযায়ী উড়োজাহাজটি অবতরণের পরপরই বিমানবন্দরে নিয়োজিত নিরাপত্তা সংস্থাগুলোর সমন্বয়ে ফ্লাইটটিকে নিরাপত্তা বেষ্টনীতে নেয়া হয়। এরপরে সব যাত্রী ও তাদের ব্যাগ এবং এয়ারক্রাফট তল্লাশি করা হয়। নিরাপত্তা তল্লাশিতে কোন কিছু না পাওয়ায় সিকিউরিটি থ্রেড ক্লিয়ার হয় দুপুর ১২.৩০ টায় যথাযথ নিরাপত্তা তল্লাশি শেষে বেলা দেড় টার মধ্যে সব যাত্রী নিরাপদে বিমানবন্দর ত্যাগ করেন। বিমানবন্দর সূত্রে জানা গেছে ফ্লাইটটিতে ২৫৯ যাত্রী ও ১৩ জন ক্রুজ ছিলেন।

  • পাকি/স্তানি নম্বর থেকে বাংলা/দেশে বো/মা হাম/লার হুমকি!