পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
জয়পুরহাটের পাঁচবিবিতে সহকারী বিভাগীয় কমিশনার (রাজস্ব) হাবিবুর রহমান উপজেলার বিভিন্ন ভূমি অফিস ও আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেছেন। আজ সোমবার সকালে তিনি প্রথমে বালিঘাটা ভূমি অফিস পরিদর্শন করেন এবং সাধারণ মানুষের সেবা কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।
পরে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় এবং উপজেলা ভূমি অফিস ঘুরে দেখেন এবং অফিসের কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন।
সর্বশেষ তিনি আটাপুর ইউনিয়নের খুলুঘাটা আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেন। সেখানে বসবাসরত ১০টি পরিবারের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের সার্বিক খোঁজখবর নেন।
পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন জয়পুরহাটের এডিসি (রাজস্ব) মোঃ আব্দুর সাবুর, পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজ, সহকারী কমিশনার (ভূমি) মোঃ বেলায়েত হোসেন, আটাপুর ইউপি চেয়ারম্যান আ স ম সামছুল আরেফিন চৌধুরী আবুসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।