জনপ্রিয়

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার

প্রকাশক: Dainik Jagroto Matrivumi JM TV
প্রকাশ: 1 month ago

জয়পুরহাট জেলা প্রতিনিধি

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের পশ্চিম উচনা সীমান্ত থেকে বিপুল পরিমাণ ভারতীয় আমদানি নিষিদ্ধ ফেনসিডিল ও অ্যামপোল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার দিবাগত রাতে জয়পুরহাট ২০ ব্যাটালিয়নের অধীনস্থ হাটখোলা বিওপির সুবেদার মোঃ আলাউদ্দিনের নেতৃত্বে বিজিবির একটি বিশেষ দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে ৮৬৮ বোতল ফেনসিডিল ও ৯৮০ পিস অ্যামপোল উদ্ধার করা হয়, যার আনুমানিক সিজার মূল্য প্রায় ৫ লাখ ৭৫ হাজার টাকা।

হাটখোলা বিওপি কমান্ডার সুবেদার মোঃ আলাউদ্দিন জানান, সীমান্তের মেইন পিলার ২৮১-এর ৫ সাব-পিলার এলাকা দিয়ে মাদক চোরাকারবারীরা দেশের অভ্যন্তরে প্রবেশ করার চেষ্টা করছিল। বিজিবির টহল দল বিষয়টি টের পেয়ে চোরাকারবারিদের ধাওয়া করে। তবে বিজিবির উপস্থিতি বুঝতে পেরে তারা মাদক ফেলে পালিয়ে যায়। বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক পাচার রোধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।