জনপ্রিয়

পাঁ না থাকা প্রতিবন্ধীর মাঝে ফেসবুক বরাতে কৃত্রিম পায়ের জন্য আর্থিক সহায়তা প্রদান

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 10 months ago

অভিশেখ চন্দ্র রায়, ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁয়ের রাণীশংকৈল উপজেলার ৪নং লেহেম্বা ইউনিয়নের পদমপুর উমরাডাঙ্গী বাজার সংলগ্ন অসহায় এক মাত্র উপার্জন পিঠা বিক্রি করে সংসার চালানো অন্ধ নাসিরুলের স্ত্রী’র এক হাত ও এক পাঁ না থাকা প্রতিবন্ধী সাকিলার কৃত্রিম পায়ের জন্য আর্থিক সহায়তা চেয়ে ফেসবুকে স্টার্টার দেন,রাণীশংকৈল ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক প্রশান্ত বসাক, স্টার্টারের ৪দিনের মধ্যে ২০ হাজার টাকা ফেসবুকের অ্যাকাউন্টের মাধ্যমে শাকিলার হাতে ৭ই মার্চ বিকালে পদমপুর বাজারে এই ২০ হাজার টাকা আনুষ্ঠানিক ভাবে তুলে দেন প্রশান্ত বসাক। এসময় উপস্থিত ছিলেন সাবেক ওয়ার্ড সদস্য লিয়াকত আলী, হিমিও ডাক্তার রুস্তম আলী, স্যার ব্যবসায়ী তোফাজ্জল হক, রবিউল ইসলাম, শাহিদুল ইসলাম, জিয়ারুল হক,ফারুক আহমেদ সহ এলাকার অনেকেই উপস্থিত ছিলেন। বক্তারা অনেকেই অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য প্রশান্ত বসাকের দীর্ঘায়ু কামনা করেন। শাকিলা ও নাসিরুল দুজনেই ফেসবুকের মাধ্যমে যারা সহযোগিতা করেছেন তাদেরও দীর্ঘায়ু কামনা করেন এবং বলেন আমরা চিরদিন এই উপকারের কথা মনে রাখবো।

  • পাঁ না থাকা প্রতিবন্ধীর মাঝে ফেসবুক বরাতে কৃত্রিম পায়ের জন্য আর্থিক সহায়তা প্রদান