জনপ্রিয়

পরিত্যক্ত অবস্থায় শিশু উদ্ধার করে সরাইল পুলিশ

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 1 month ago

নিজস্ব প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায় ৬ই মার্চ ২০২৫খ্রিস্টাব্দ রাত্র প্রায় ৮:১৫ ঘটিকার সময় সরাইল থানাধীন কুট্টাপাড়া খেলার মাঠের উল্টো পাশে (ঢাকা-সিলেট হাইওয়ের পাশে) ঝুপের ভিতর হইতে পরিত্যক্ত অবস্থায় নবজাতক এই মেয়ে শিশুকে উদ্ধার করা হয়। . স্থানীয় সংবাদের ভিত্তিতে সরাইল থানা টহল টিম নবজাতক মেয়ে শিশু কে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করে। উপজেলা সমাজসেবা অফিসারের মাধ্যমে জেলা সমাজসেবা অফিসার ও প্রবেশন অফিসার কে যথাযথ কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য অবহিত করা হয়েছে। . এ বিষয়ে সরাইল থানা অফিসার ইনচার্জ জনাব মোঃ রফিকুল হাসান মিডিয়া প্রতিনিধি কে জানান,বাংলাদেশ পুলিশ আইন শৃঙ্খলা রক্ষায় উন্নতি করার পাশাপাশি, মানবাধিকার বিষয়গুলো অতি গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করে। আগ্রহী কোন দম্পত্তি দত্তক নিতে আগ্রহ হলে উপ-পরিচালক, সমাজসেবা অফিসার বরাবর আবেদন করতে পারবেন।এ ক্ষেত্রে নিঃসন্তান ও স্বচ্ছল দম্পতি অগ্রাধিকার পাবেন।বিস্তারিত জানার জন্য যোগাযোগ করতে পারেন, প্রবেশন অফিসার সুদর্শন সাহেব মোবাইল নাম্বার:- ০১৭১৯-৮১১০৮২.

  • পরিত্যক্ত অবস্থায় শিশু উদ্ধার করে সরাইল পুলিশ