জনপ্রিয়

পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন জনাব আজিজুল ইসলাম বাসেদ

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 7 months ago

মোঃ জামাল হোসেন সাভার প্রতিনিধি

জনাব আজিজুল ইসলাম বাসেদ বলেন- দীর্ঘ এক বছর পরে আমাদের সামনে ঈদুল আযহা সমাগত। এই দিনটি আল্লাহর নৈকট্য লাভের দিন এই দিনে সকল ভেদাভেদ ভুলে গিয়ে এক সাথে নামাজ আদায় করে এক জামাতে। ঈদুল আযহা ইসলাম ধর্মাবলম্বীদের সব চেয়ে বড় দুটি ধর্মীয় উৎসবের একটি। বাংলাদেশে এই উৎসবটি কুরবানির ঈদ নামেও পরিচিত। এ উৎসবের আনন্দ সকল মুসলমানদের। মহান আল্লাহর আদেশে ইব্রাহিম (আ) তার আপন পুএ ইসমাইল কে কুরবানি করার ঘটনা কে স্মরণ করে সারা বিশ্বের মুসলিম জাতী পবিত্র ঈদুল আযহা পালন করেন। এ আনন্দ আল্লাহর নৈকট্য লাভের ও গুনাহ মাফের। বৈষয়িক ব্যস্ততাকে বাদ দিয়ে পরলৌকিক জগতের পাথেয় সংগ্রহ করার আনন্দ। এ আনন্দ গরিব দুঃখীর সাথে একাত্ন হওয়া, পশু কোরবানির সাথে সাথে মনের পশুকে পরাস্হ করার আনন্দ। ভোগে নয় ত্যাগেই প্রকৃত আনন্দ, পবিত্র ঈদুল আযহা আমাদের এ শিক্ষাই উদ্বুদ্ধ হয়ে দেশ ও মানুষের কল্যাণে নিবেদিত হোক সবাই। ত্যাগ এবং কোরবানির শিক্ষা নিয়ে প্রতি বছরের ন্যায় এবারও পবিত্র ঈদুল আযহা আমাদের সামনে আসন্ন।

  • পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন জনাব আজিজুল ইসলাম বাসেদ