জনপ্রিয়

নীলফামারীর ডোমার-চিলাহাটি সড়ক দ্রুত নির্মাণের দাবিতে মানববন্ধন

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 2 weeks ago

ডোমার প্রতিনিধি

নীলফামারীর ডোমার থেকে চিলাহাটি প্রধান সড়করর নির্মান কাজ দ্রুত সম্পুর্ণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এসময় রস্তায় গাছের গুড়ি ফেলে ঘন্টাব্যাপি অবরোধ করে এলাকাবাসী।

রবিবার (৬ই এপ্রিল) সকাল ১১ টায় উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের মিরজাগঞ্জ কলেজ মোড়ে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন-মিরজাগঞ্জ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আনোয়ার হামিদ, মিরজাগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক এ এস এম আব্দুল কাদের, নীলফামারী জেলা হেলথ অ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশনের সভাপতি আনজারুল হক মিলন, ডোমার আইডিয়াল একাডেমির অধ্যক্ষ মাওলানা মোসলেম উদ্দিন শাহ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সবুজ ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক আনোয়ারুল ইসলাম আনু, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি তরিকুল ইসলাম তারিফ, আসাদুজ্জামান আসাদ,দপ্তর সম্পাদক শাহজাহান সরকার শাওন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শরিফুল ইসলাম, তাঁতী দলের সভাপতি রাশেদ মান্যন, শ্রমিক দলের সভাপতি নাহিদ হাসান বিপ্লব, ছাত্র মাদানী, তানজিরুল, ছাত্রদল নেতা হেলাল ইসলাম, সজিব সরকার, হাফিজার রহমান প্রমুখ সহ বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থী ও সাধারণ জনগন।

এসময় বক্তব্যে বক্তারা বলেন-ঠিকাদারের দায়িত্ব থাকা সত্ত্বেও নিয়মিতভাবে সড়কে পানি না দেওয়ার কারণে ঘন ধুলার সৃষ্টি হচ্ছে, যা জনজীবনে মারাত্মক প্রভাব ফেলছে, এই রাস্তার জরাজীর্ণতার কারণে সাধারণ মানুষ সহ শিক্ষার্থীদের চলাচলে বিঘ্ন ঘটছে, এবং শিশু ও বৃদ্ধরা অসুস্থ হয়ে পরছে, তারেই ধারাবাহিকতায় এই মানববন্ধন, আগামী এক মাসের মধ্যে যদি রাস্তা সংস্কার করা না হয় তাহলে আরো বৃহৎ কর্মসূচি গ্রহন করা হবে।

  • নীলফামারীর ডোমার-চিলাহাটি সড়ক দ্রুত নির্মাণের দাবিতে মানববন্ধন