জনপ্রিয়

নিখোঁজের ৩ দিন পর বাড়ির পাশেই মিললো ইব্রাহিমের লাশ

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 2 weeks ago

আব্দুল্লাহ আল মারুফ (দোয়ারাবাজার, সুনামগঞ্জ প্রতিনিধি)

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কুশিউড়া গ্রামের মোঃ ইদ্রিস আলীর ছেলে গত ৭/১২/২৪ইং তারিখে বিকাল আনুমানিক ৪ টার দিকে খেলাধুলা করতে বাড়ি হতে বের হয় ইব্রাহিম পরে আর ফিরে আসেনি বাড়িতে। তার পরিবার ও আত্মীয় স্বজনরা বিভিন্ন জায়গায় খুঁজাখুজি করার পরে ও মিলে নি সন্ধান। এরই পরিপ্রেক্ষিতে আজ সোমবার সকাল ৯ ঘটিকার সময় এলাকার একটি পরিত্যক্ত (অসম্পূর্ণ) নির্মাণাধীন ঘর থেকে নিখুজ শিশু ইব্রাহিমের লাশটি পাওয়া যায়। প্রত্যক্ষদর্শীরা পুলিশকে খবর দিলে তারা এসে পরে তদন্ত করে।

এলাকার স্থানীয়রা জানান, আমাদের মনে হয় ভোর ৪-৫ টার দিকে শিশুটিকে মেরে এখানে ফেলে রাখা হয়েছে।

ঘটনাস্থলটি পরিদর্শন করেন দোয়ারাবাজার থানার ও,সি জাহিদুল ইসলাম। পরে তিনিই বিষয়টি নিশ্চিত করেন।

  • নিখোঁজের ৩ দিন পর বাড়ির পাশেই মিললো ইব্রাহিমের লাশ