ইয়াছিন চৌধুরী (নিবিড়) নাসিরনগর (ব্রাক্ষণবাড়িয়া) প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হৃদয় সূত্রধর (২০) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবারের দাবি, এটি আত্মহত্যা নয় বরং পরিকল্পিত হত্যা।
জানা গেছে, মঙ্গলবার রাতে উপজেলার বেনিপাড়া এলাকায় তিন বন্ধু মিলে হৃদয়কে জোরপূর্বক বিষপান করায় বলে অভিযোগ করেছেন তার বড় বোন। অভিযুক্তদের মধ্যে এক যুবকের নাম মো. জাকির হোসেন, যার বাড়ি চাপরতলা ইউনিয়নে।
হৃদয়কে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেওয়ার পর ঢাকায় রেফার করার পথে ভোররাতে তার মৃত্যু হয়।
নাসিরনগর থানার ওসি মো. আজহারুল ইসলাম জানান, “মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে।”
ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দ্রুত প্রকৃত ঘটনা উদঘাটন ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন।