জেলা প্রতিনিধি
নরসিংদী ঃ নরসিংদীর পলাশে সাবেক সেনা কর্মকর্তাকে মারধর করার কারণে ছাত্রদলের তিন নেতা গ্রেফতার।যানা যায় পলাশে সাবেক সেনা কর্মকর্তার উপর হামলা ও কুপিয়ে জখম করার অভিযোগে নরসিংদীর পলাশের তিন ছাত্রদল নেতাকে গ্রেফতার করেছেন নরসিংদীর র্যাব-১১। গতকাল ১২ মে ২০২৫ ইং সোমবার রাতে কক্সবাজার থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। অদ্য ১৩ মে ২০২৫ মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদীর র্যাব -১১ এর কমান্ডার সাদমান ইবনে আলম। গ্রেফতারকৃতরা হলেন, পলাশ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান পাপন, ঘোড়াশাল পৌর ছাত্রদলের আহবায়ক আমান উল্লাহ আমান ও সদস্য সচিব আরিফুল ইসলাম আরিফ। এর আগে গত ১০ এপ্রিল পলাশ থানায় মামলা করেন ভুক্তভোগী ও অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর সার্জেন্ট মোঃ মোজাম্মেল হক।এদিকে ছাত্রদলের তিন নেতা গ্রেফতারের প্রতিবাদে বিকেলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে উপজেলা ও পৌর ছাত্রদলের বিভিন্ন নেতাকর্মীরা।হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করে।ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সজিব ভূইয়া বলেন, তারা ছাত্রদলের নেতা এ মর্মে লিখিত কোনো কমিটি জেলা ছাত্রদলের কাছে নেই। বিগত সময়ের আন্দোলনেও জেলা ছাত্রদলের সঙ্গে তাদের কোনো রকম সম্পৃক্ততা ছিল না। কেউ মৌখিকভাবে তাদের ছাত্রদল নেতার স্বীকৃতি দিয়ে থাকতে পারেন। তবে কারও অপকর্মের দায় সংগঠন নিবেন না।অভিযোগ প্রমাণিত হলে আইন প্রয়োগকে জেলা ছাত্রদল উৎসাহিত করে।