জনপ্রিয়

নরসিংদীতে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নিখুঁজ

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 7 months ago

মাহমুদুল হাসান লিমন জেলা প্রতিনিধিঃ নরসিংদী সাটিড়পাড়া কালীকুমার ইন্সটিটিউশন স্কুল এন্ড কলেজের ইংরেজির প্রভাষক আহমেদ ওমর শরীফ ১৮ ই মে সকাল থেকে নিখোজ। পরিবার ও প্রতিষ্ঠানের কারোর নিকট উনার খোজ পাওয়া যাচ্ছে না এবং যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। সাটিড়পাড়া কালীকুমার ইন্সটিটিউশন স্কুল এন্ড কলেজ শাখার ইংরেজি প্রভাষক আহমেদ ওমর শরীফ, (১৮ই মে) সকাল ১০টা থেকে নিখোজ। স্কুলে ১ম ক্লাসের পর তাড়াহুড়ো করে স্কুল থেকে বের হয়ে চলে যান উনি। ফোন ধরছেন না। গত রাতেও তিনি “I QUIT” লিখে ফেসবুকে স্ট্যাটাস দেন। এমতাবস্থায় পরিবার-স্বজন ও উনার সহকর্মী ও শিক্ষার্থীরা উনার সন্ধান চেয়েছেন। কেও যদি স্যারের সন্ধান পেয়ে থাকেন কলেজ কতৃপক্ষ কিংবা পরিবার সাথে যোগাযোগ করে জানানোর অনুরোধ জানাচ্ছি।

  • নরসিংদীতে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নিখুঁজ