রাকিবুল হাসান, সাতক্ষীরা শ্যামনগর প্রতিনিধিঃ ষষ্ঠ উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান প্রভাষক সাঈদ-উজ-জামান সাঈদকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান, বনশ্রী শিক্ষা নিকেতন (মাধ্যমিক বিদ্যালয়) পরিচালনা পরিষদের সদস্যরা । রবিবার (১২ মে ) বিকাল ৩টায় বিদ্যালয়ের সভাপতি অসিত মল্লিকের সভাপতিত্বে, প্রধান শিক্ষক আব্দুল করিমের সঞ্চালনায় , উপজেলার হরিনগর বাজারে অবস্থিত প্রধান শিক্ষকের কার্যালয়ে বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সদস্যরা এই অভিনন্দন জানান। উক্ত বিদ্যালয়ের শিক্ষক মাওলানা আব্দুররহমান প্রধান অতিথিকে পবিত্র কুরআন শরীফ উপহার দেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছাড়াও বক্তব্য রাখেন শিক্ষক মাওলনা আব্দুর রহমান, প্রধান শিক্ষক আব্দুল করিম এবং সভাপতি অসিত কুমার মল্লিক। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন আমি আপনাদের ভোটে নির্বাচিত হওয়ায় সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছিএবং সকল উন্নয়ন মূলক কাজে সকলকে সহযোগীতা করার আহ্বান জানাচ্ছি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির দাতা সদস্য রবিউল ইসলাম, বিদ্যুৎসাহী সদস্য ডাঃ পশুপতি মন্ডল , শিক্ষক প্রতিনিধি মোঃ শাহাদাৎ হোসেন, অনিষ কুমার মিস্ত্রী, মিসেস তহমিনা,অভিভাবক সদস্য-ইসমাইল হোসেন, আবু হাসান, মলয় কুমার মন্ডল, মহিলা অভিভাবক সদস্য মাহফুজা বেগম। এছাড়া উপজেলা চেয়ারম্যানের সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন, কামরুল ইসলাম, মুন্সীগঞ্জ ইউপি সদস্য,জিয়াউর রহমান, হরিদাস হালদার, ভ্রুলিয়া ইউপি সদস্য রবিউল ইসলাম প্রমূখ। উল্লেখ্য এর পূর্বে বনশ্রী শিক্ষা নিকেতন (মাধ্যমিক বিদ্যলয়)-এর প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকবৃন্দ নবনির্বাচিত কমিটিকে ফুল দিয়ে বরণ করে নেন এবং পরিচালনা কমিটির সভাপতি অসিত কুমার মল্লিক এর সভাপতিত্বে কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়।