নড়াইলের মাইজপাড়া নারী ইউপি সদস্যকে যৌন নির্যাতনের পর বিষ খাইয়ে হত্যার অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, গত মঙ্গলবার ইউনিয়ন পরিষদের টিসিবি পণ্য বিতরণ করেন বাসনা মল্লিক। এরপর পাওনা টাকা নিতে গেলে স্থানীয় যুবক রাজিবুল ও তার সহযোগীরা তাকে গণধর্ষণ করে। পরে বাড়িতে ফিরে অসুস্থ হয়ে পড়েন বাসনা মল্লিক। গুরুতর অবস্থায় যশোর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার তিনি মারা যান। এই ঘটনায় তদন্তে নেমেছে পুলিশ। নিহত বাসনা মাঝপাড়া ইউনিয়নের সংরক্ষিত এক নম্বর ওয়ার্ডের মেম্বার। পুলিশ জানায়, স্থানীয়ভাবে ব্যাপক অনুসন্ধান অব্যাহত আছে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।