দোয়ারাবাজারে ফুটবল খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে মুক্তিযোদ্ধের বীরাঙ্গনা’র জামাতাসহ নিহত ২

প্রকাশক: Dainik Jagroto Matrivumi JM Television
প্রকাশ: 1 day ago

আব্দুল্লাহ আল মারুফ, দোয়ারাবাজার (সুনামগঞ্জ):সুনামগঞ্জের দোয়ারাবাজারে ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ২জন নিহত হওয়ার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন অন্তত ৫ জন।শুক্রবার (১৫ আগস্ট) বিকালে উপজেলার লক্ষিপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন,স্থানীয় সূত্রে জানা যায়,উপজেলার লক্ষীপুর ইউনিয়নের জিরাগাঁও গ্রামের বীর মুক্তিযোদ্ধা বীরঙ্গনা কাকন বিবির মেয়ের জামাই ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল মন্নানের পুত্র আব্দুল মতিন (৪৫) এবং লক্ষীপুর গ্রামের আব্দুল মান্নানের পুত্র আকবর আলী (৩৫)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিকেলে অনুষ্ঠিত ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নিলে আব্দুল মতিন ও আকবর ছুরিকাঘাতে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হক নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন,আমরা ঘটনাস্থলে আছি, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।সংঘর্ষে আরও কয়েকজন আহত হয়েছেন। তাদের দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি শান্ত রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।