সংবাদ দাতা-ফাহমিদা ফিরোজ
পবিত্র মাহে রমজান উপলক্ষে ‘দৈনিক ফেনীর সময় ‘ পত্রিকার তরফ থেকে আয়োজিত হয়েছে হামদ নাদ, ক্বেরাত সাংস্কৃতিক প্রতিযোগিতা।অদ্য ২৩শে মার্চ রোজ শনিবার ‘দৈনিক ফেনীর সময় ‘ শহরের শহীদুল্লাহ্ কায়সার সড়কে জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শুরু হয় সকাল দশটা থেকে। উপস্থিত ছিলেন ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজি। এছাড়াও উপস্থিত ছিলেন ফেনীর শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যাপক। বক্তব্য প্রদান করেন অনুষ্ঠানে উপস্থিত বিশেষ অতিথি নজরুল ইসলাম স্বপন মিয়াজি। এ-ই অনুষ্ঠানে অংশ নেন ফেনীর স্কুল কলেজ এবং মাদ্রাসার শিক্ষার্থীরা।পুরষ্কার বিতরণ করা হয় দুপুর ২টায়।অনুষ্ঠান শেষে ‘দৈনিক ফেনীর সময় ‘ থেকে আয়োজিত করা হয় ইফতার পার্টি এবং ব্যবস্থা নেওয়া হয় মিলাদের। শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট এবং উপহার তুলে দেন বিশেষ অতিথি মুছাম্মৎ শাহীনা আক্তার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘দৈনিক ফেনীর সময়’ সম্পাদক শাহাদাত হোসেন। এছাড়াও অংশ নেন ফেনীর সংসদ সদস্যরা এবং ফেনী শহরের বিশ্ব খ্যাত জহির মসজিদের খতিব।