দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরা-কালিগঞ্জ মহাসড়কের চাঁদপুর এলাকায় সড়ক জনপদের জমি দখলে নিতে মাটি ভরাটের চেষ্টার অভিযোগ উঠেছে এক প্রভাবশালীর বিরুদ্ধে। এতে আশেপাশে গ্রামের পানি নিস্কাশন পথ বন্ধ হওয়ার উপক্রম হতে বসেছে। বর্তমান সরকার যেখানে জলাবদ্ধতা নিরাসনে পানি প্রবাহ ফেরাতে খাল, নদী খনন, ড্রেন নির্মান প্রকল্প বাস্তবায়ন করে চলেছে। সে সময় কিছু অস্বাধু ব্যক্তি পানি নিস্কাশনের পথ বন্ধ করে সরকারের উন্নয়নকে বাধাগ্রস্থ করার অপচেষ্টা করে চলেছেন। সরেজমিনে দেখা গেছে, চাঁদপুর মোড়ের দক্ষিণ পাশের রাইস মিলের পূর্বপাশে সরকারি জমি দখলের চেষ্টা করা হচ্ছে। সরকারের জমি নিজেদের করতে সেখানে পানি নিস্কাশনের পথ বন্ধ করে মাটি ফেলা হচ্ছে। অবৈধ ড্রাম্পর ট্রাকে করে মাটি এনে পুরো জমি দখলের চেষ্টা করা হচ্ছে। বিষয়টি নিয়ে সড়ক ও জনপদ এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগ দায়ের করা হলেও কোন কিছুর তোয়াক্কা না করে কাজ চালিয়ে যান কামটা গ্রামের মৃত মাজেদ গাজীর ছেলে। শুক্রবার সরকারি অফিস ছুটির সুযোগ কাজে লাগিয়ে মাটি ফেলা হচ্ছিল ওই জমিতে। পরে বিষয়টি জানা জানি হলে সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শনে আসেন। এদিকে তাদের আসার খবর পেয়ে আগে থেকে মাটি ভরাট বন্ধ করে ঘটনাস্থল ত্যাগ করেন দখলকারীরা। এবিষয়ে সড়ক ও জনপদ বিভাগের কার্য্যসহকারী গৌরপদ জানান, সরকারি জমি দখলের চেষ্টা বিষয়ে অভিযোগ পেয়ে ওই ব্যক্তিকে অফিসে ডাকা হয়। তাকে ওই জমিতে মাটি না ফেলার নির্দেশ দেওয়া হয়। কিন্তু তিনি নিষেধ উপেক্ষা করে পুনরায় কাজ করছিল। ছুটির দিনে এমন সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছানোর আগে তারা পালিয়ে যায়।