দেবহাটা( সাতক্ষীরা) প্রতিনিধি: দেবহাটায় নানা আয়োজনে বাংলা নববর্ষ পালিত হয়েছে। রবিবার (১৪ এপ্রিল) সাড়ে ৮টায় উপজেলা চত্বর থেকে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মঙ্গল শোভাযাত্রাটি বনবিবির বটতলায় পৌঁছে বাংলার ঐতিহ্য পান্তা-চিংড়ি, ভর্তা খাওয়ার আয়োজন করা হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভ‚মি) দিপা রানী সরকার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, বীরমুক্তিযোদ্ধা নাজমুস শাহদাত নফর বিশ্বাস, বীরমুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, দেবহাটা সরকারি বিবিএমপি ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মদন মোহন পাল, উপজেলা সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন, রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মহিতোষ কর্মকার, দেবহাটা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপ কুমার সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগীতায় অংশ নেওয়া বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।