দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি: বাল্যবিবাহ মুক্ত দেবহাটা উপজেলা ঘোষণা করতে গোলটেবিল সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ এপ্রিল) উপজেলা ৫টি ইউনিয়নে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও সুশীলনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিথি হিসাবে বক্তব্য দেন সুশীলনের প্রোগ্রাম ম্যানেজার গৌরঙ্গ ঘোষ। এছাড়া সভায় সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বর ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত থেকে মতামত প্রদান করেন। এসময় সভায় চেয়ারম্যানগন একমত পোষন করে বলেন, প্রত্যেকটা ইউনিয়নকে বাল্যবিয়ে মুক্ত করতে পারলেই পুরো উপজেলাকে চাইল্ড ম্যারেজ ফ্রি উপজেলা ঘোষনা করা সম্ভব।