আকাশ দাশ সৈকত
তৃতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে লঙ্কান টি-টেন লিগে দল পেয়েছেন ওপেনার রনি তালুকদার। সবকিছু ঠিকঠাক থাকলে কলম্বো জাগুয়ার্সের জার্সিতে দেখা যাবে এই ওপেনারকে।
আধুনিক ক্রিকেটের সাথে বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় ফরম্যাট হতে যাচ্ছে টি-টেন লিগ। আরব আমিরাতে দীর্ঘদিন এই টি-টেন লিগ অনুষ্ঠিত হওয়ার পর গত বছর থেকে জিম্বাবুয়ে শুরু করেছিলেন দশ ওভারের এই টুর্নামেন্ট । এবার দশ ওভারের ক্রিকেট বসতে চলেছে দীপরাষ্ট শ্রীলঙ্কায় । যেখানে বাংলাদেশে থেকে এর আগে দল পেয়েছিলেন ওপেনার সৌম্য সরকার এবং অলরাউন্ডার সাকিব আল হাসান। এবার তৃতীয় বাংলাদেশি হিসেবে লঙ্কান টি-টেন লিগের প্রথম আসরে ডাক পেলেন আরেক বাংলাদেশি রনি তালুকদার।
ড্রাফটের আগেই প্লাটিনাম ক্যাটাগরিতে থাকা সাকিব আল হাসানকে দলে ভিড়িয়েছিল গল মারভেলস। দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ড্রাফট থেকে দল পেয়েছিলেন সৌম্য সরকার। তিনি খেলবেন হাম্বানটোটা বাংলা টাইগার্সের হয়ে।
আগামী ১১ ডিসেম্বর থেকে শ্রীলঙ্কায় শুরু হবে এই টুর্নামেন্ট । আর শেষ হবে আগামী ১৯ ডিসেম্বরে।