জনপ্রিয়

তৃতীয় ফুটবলার হিসেবে লেভানডভস্কির সেঞ্চুরি !

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 5 months ago

আকাশ দাশ সৈকত

চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসে মাত্র তৃতীয় ফুটবলার হিসেবে গোলের সেঞ্চুরির মাইলফলক স্পর্শ করে নতুন রেকর্ডে নাম লিখলেন বার্সেলোনার পোলিশ তারকা স্ট্রাইকার বরাবর্ট লেভানডভস্কি।

পুরাতনের কোচের অধীনে নতুনভাবে শুরু যেন লেভাডভস্কি। বয়ার্ন মিউনিখের সেই পুরাতন ফর্ম যেন নিয়ে এলেন নতুন করে বার্সেলোনায় । গতকাল ফরাসি ক্লাব বেন্তোর বিপক্ষে ৩-০ গোলে জয়ের ম্যাচে জোড়া গোল করেছেন লেভানডভস্কি। যেখানে ম্যাচের দশম মিনিটে স্পটকিক থেকে গোল করে দলকে এগিয়ে দেওয়ার পাশাপাশি পূরণ করেন চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসে নিজের শততম গোল। ক্রিশ্চিয়ানো রোনালদো এবং লিওনেল মেসির পর মাত্র তৃতীয় খেলোয়াড় হিসেবে এই বিশেষ ক্লাবে নাম লিখিয়েছেন তিনি।

৩৬ বছর ৯৭ দিনে এসে এই মাইলফলক ছুঁয়েছেন পোলিশ ফরওয়ার্ড। যা কিনা সবচেয়ে বেশি বয়সে এসে চ্যাম্পিয়ন্স লিগে শততম গোলের রেকর্ড ।তবে এই কীর্তি গড়তে লেভানডভস্কির ম্যাচ খেলেছেন মাত্র ১২৫টি। যা কিনা আর্জেন্টিনার সুপারস্টার লিওনেল মেসির চেয়ে দুই ম্যাচ বেশি।

এইদিকে লেভানডস্কির জোড়া গোলে দুই ম্যাচ পর জয়ের ধারায় ফিরল হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। ব্রেস্তকে উড়িয়ে দিয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে এসেছে লেভা-ইয়ামালরা।

  • তৃতীয় ফুটবলার হিসেবে লেভানডভস্কির সেঞ্চুরি !