জনপ্রিয়

তারুণ্যের ঐক্য জনকল্যাণ রক্তদান এর পক্ষ থেকে ৬০ জন রোজাদার ব্যক্তিদের কে ইফতারি করালেন

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 9 months ago

পটুয়াখালী জেলা প্রতিনিধি: মোঃ ওলি উল্লাহ

পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার ৬নং মজিদবাড়িয়া ইউনিয়ানে দিয়ে পথ চলা শুরু করে তারুণ্যের ঐক্য জনকল্যাণ রক্তদান সোসাইটি। যখনই কোন এতিম বাচ্চাদের কোন কিছুর অভাব পরে তখনই ছুটে চলে তারুণ্যের ঐক্য জনকল্যাণ রক্তদান সোসাইটি এর সেচ্ছাসেবকরা, তারা তাদের আর্থিক সমার্থ অনুযায়ী সকল কে সাহায্যে করেন। তরাই ধারাবাহিকতায় আজ ১ এপ্রিল রোজ সোমবার মির্জাগঞ্জ উপজেলার ৬নং মজিদবাড়িয়া ইউনিয়ানের ৯নং ওয়ার্ডের জামে মসজিদে ৬০ জন রোজাদার ব্যক্তিদের কে ইফতারি করানো হয়।সকল সেচ্ছাসেবী সংগঠন এর সেচ্ছাসেবকদের জন্য দোয়া করানো হয়েছে। সেচ্ছাসেবকদের উছিলায় হাজারো মানুষের জীবন বাচন তারা,তাদের সকলের সুস্থ কামনা করছি।

  • তারুণ্যের ঐক্য জনকল্যাণ রক্তদান এর পক্ষ থেকে ৬০ জন রোজাদার ব্যক্তিদের কে ইফতারি করালেন