জনপ্রিয়

তরুণ উদীয়মান সাংবাদিক আব্দুল ওহাব’র জন্মদিন আজ

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 1 year ago

মোঃ হাবিব, ঠাকুরগাঁও প্রতিনিধি

আজ আপনার শুভ জন্মদিন, জীবন হোক আপনার আরও রঙ্গীন, সুখ যেন না হয় কখনো বিলীন, স্থাখ যেন না আসে আপনার কোনদিন। শুত দিনে আপনায় জানাই শুভ জন্মদিন। আজ তরুণ সাংবাদিক আব্দুল ওহাবর জন্মদিনে, সবার ভালোবাসায় সিক্ত হলেন সংস্কৃতিক মনা ও তরুণ উদীয়মান সংবাদকর্মী দৈনিক সাহসী কন্ঠ এবং দৈনিক চেতনায় বাংলাদেশ পত্রিকার ঠাকুরগাঁও প্রতিনিধি ও অনলাইন প্রেস ক্লাবের সদস্য জাহিরুল ইসলাম রনির জন্ম দিনে, ফুলের শুভেচ্ছা ও কেক কেটে আনন্দ উচ্ছ্বাসের মধ্যদিয়ে পালন করা হয় তার জন্মদিন। ১৫ মার্চ শুক্রবার আব্দুল ওহাব’র ২১তম জন্মদিন পালিত হয়। জন্মদিনকে ঘিরে ভিড় জমান আমন্ত্রিত অতিথিরা, বিভিন্ন সংগঠনের নেতা ও সহকর্মী সাংবাদিক ভাইদের ভালোবাসায় সিক্ত তিনি। এছারাও তার পরিবার এবং ওহাবর জন্ম দিনে তার বন্ধু-বান্ধর শুভাকাঙ্ক্ষী গন তাকে সোশ্যাল যোগাযোগ মাধ্যম ফেসবুকের মধ্যে দিয়ে তার জন্মদিনের শুভেচ্ছা জানায়।

  • তরুণ উদীয়মান সাংবাদিক আব্দুল ওহাব'র জন্মদিন আজ