জনপ্রিয়

ঢেউটিন ও নগদ টাকার চেক বিতরণ করলেন সংসদ সদস্য এডিএম শহিদুল ইসলাম

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 9 months ago

তৌহিদুর রহমান, শেরপুর প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২০ টি পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ টাকার চেক বিতরণ করা হয়েছে। ৪ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্তরে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আব্দুল্লাহ আল মাহমুদ ভুঁইয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, শেরপুর-৩ আসনের সংসদ সদস্য এ.ডি.এম শহিদুল ইসলাম।উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে উক্ত বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. আশরাফুল কবীর, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মান্নান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্রী বিশ্বজিৎ রায়,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সুরুজ্জামান আকন্দ,জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু তাহের,উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ডাঃ কামাল হোসেন, উপজেলা যুব লীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা যুব লীগের সাধারণ সম্পাদক শাহ আলম,সাবেক ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চাঁন সহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ,প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবার সহ গণমাধ্যম কর্মিগণ উপস্থিত ছিলেন।উক্ত বিতরণ অনুষ্ঠানে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২০ টি পরিবারকে ১ বান্ডিল ঢেউটিন এবং ৩ হাজার টাকার নগদ চেক প্রদান করা হয়।

  • ঢেউটিন ও নগদ টাকার চেক বিতরণ করলেন সংসদ সদস্য এডিএম শহিদুল ইসলাম