জনপ্রিয়

ঢাকা ক্যাপিটালসের মেন্টর সাইদ আজমল!

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 2 months ago

আকাশ দাশ সৈকত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফ্র্যাঞ্চাইজি ঢাকা ক্যাপিটালসের মেন্টর হিসেবে নিয়োগ পেলেন সাবেক পাকিস্তানি বিশ্বকাপজয়ী স্পিনার সাইদ আজমল। আগামী ২৭শে ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পরবর্তী আসর। যেখানে ড্রাফট এবং সরাসরি চুক্তিতে নিজেদের দল ভারী করতে ব্যস্ত ফ্র্যাঞ্চাইজিগুলো। বিপরীত নয় চিত্রনায়ক শাকিব খানের মালিকানাধীন দল ঢাকা ক্যাপিটালসও।

কয়েকদিন আগে বাংলাদেশ দলের সাবেক পেসার খালেদ মাহমুদ সুজনকে হেড কোচ হিসেবে নিয়োগ দেওয়ার পর গতকাল মেন্টর হিসেবে নিয়োগ পেলেন সাবেক পাকিস্তানি বিশ্বকাপজয়ী স্পিনার সাইদ আজমলকে। রোববার (২৭ অক্টোবর) নিজেদের ভেরিফায়েড ফেসুবক পেইজে এক পোস্টের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে ঢাকা ক্যাপিটালস।

আজমলকে পরিচয় করিয়ে দিতে গিয়ে পোস্টে ঢাকা ক্যাপিটালস লিখেছেন, দেখুন ঢাকা ক্যাপিটালের ক্যাম্পে কে যোগ দিচ্ছে! বিশ্ব ক্রিকেটের একজন কিংবদন্তি, ৪৪৭ আন্তর্জাতিক উইকেট, একজন সাবেক টি-টোয়েন্টি বিশ্ব চ্যাম্পিয়ন যৌথভাবে সংস্করণের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট (২০০৯), এমসিসি একাদশ এর একজন সাবেক খেলোয়াড়, পাকিস্তান জাতীয় দলের প্রশিক্ষক।

উল্লেখ্য এর আগে পাকিস্তানের কিংবদন্তি অলরাউন্ডার শহিদ আফ্রিদিকে ‘ব্রান্ড অ্যাম্বাসেডর’ হিসেবে ঘোষণা দিয়েছিল টুর্নামেন্টের আরেক ফ্র্যাঞ্চাইজি চিটাগাং কিংস।

  • ঢাকা ক্যাপিটালসের মেন্টর সাইদ আজমল!