জনপ্রিয়

ড. ইউনূসের পদত্যাগ ভাবনা ঘিরে রাজনৈতিক উত্তেজনা

প্রকাশক: Dainik Jagroto Matrivumi JM TV
প্রকাশ: 15 hours ago

অনলাইন ডেস্ক.

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তার পদে থাকার বিষয়টি পুনর্বিবেচনা করতে চান বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি। কাজ করার পরিবেশ না থাকলে এমন সিদ্ধান্ত নিতে পারেন তিনি। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করার পর এসবজানান এনসিপির আবভায়ক নাহিদ ইসলাম। পরে সেখানে যান তথ্য উপদেষ্টা এবং স্থানীয় সরকার উপদেষ্টাও। প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে চাইছেন এমন বিষয় ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই আলোচনার মধ্যে সন্ধ্যা ৭ টার দিকে ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে দেখা করেন এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম এ সময় প্রধান উপদেষ্টার সঙ্গে নানা বিষয়ে কথা বলেন এনসিপির আহবায়ক চলমান রাজনৈতিক বিভিন্ন ইস্যু নিয়ে প্রধান প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনার বিষয়টি নাহিদ ইসলাম ও তার দলের পক্ষ থেকে নিশ্চিত করা হয়।এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী। এনসিপির দায়িত্বশীলরা জানান, প্রফেসর ইউনুস পদে থাকার বিষয়টি পুনঃবিবেচনার কথা উল্লেখ করেছেন। কাজ করার পরিবেশ না থাকলে এমন বিষয় বিবেচনার কথা বলেন প্রধান উপদেষ্টা। বিষয়টি নিশ্চিতকরে এনসিপি।এরপরই যমুনায় যান ছাত্র সমন্বয়ক থেকে হওয়া দুই উপদেষ্টা। তথ্য উপদেষ্টা মাহফুজ আলম ও স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়াও প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অংশ নেন। এ বৈঠকের বিষয়টি প্রধান উপদেষ্টার দপ্তর থেকে নিশ্চিত করে জানানো হয়। সেখানে বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।