মোঃ হাবিব, ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ে বিষাদ আনন্দে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব। আজ রোববার (১৩ অক্টোবর ) প্রতিটি মন্ডপের প্রতিমা জেলার টাংগন, শুক, সেনুয়া, নাগরসহ বেশকয়েকটি নদীতে বিসর্জন দেয়া হয়। এর আগে প্রশাসনের কঠোর নিরাপত্তায় জেলা শহরের মন্ডপগুলো থেকে একে একে প্রতিমা নিয়ে জড়ো হতে থাকে শহরের রিভারভিউ স্কুল মাঠে। সেখানে হিন্দু ধর্মালম্বিরা বিষাদ আনন্দে মেতে উঠেন। পরে একে একে প্রতিমাগুলো টাংগন নদীসহ জেলার নদীগুলোতে বিসর্জন দেন। শান্তিপূর্ন পরিবেশে দুর্গোৎসবের কার্যক্রম শেষ করেন হিন্দু সম্প্রদায়ের মানুষেরা। আর এরই মধ্যে শেষ হয় শারদীয় দুর্গোৎসব।