জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ে অবৈধ কারখানায় অভিযান প্রশাসনের প্রায় বাইশ লাখ টাকার সিসা জব্দ

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 9 months ago

অভিশেখ চন্দ্র রায়, ঠাকুরগাঁও

গোপন সংবাদ পেয়ে ঠাকুরগাঁওয়ে গড়ে উঠা একটি অবৈধ সিসা কারখানায় অভিযান চালায় প্রশাসন। এসময় সবাই পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে প্রায় ২২ লাখ টাকার সিসা জব্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছে প্রশাসন। ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেলায়েত হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২৪ মার্চ) বিকেলে সদর উপজেলা নারগুন ইউনিয়নের ঢোলাডাঙ্গী এলাকায় অভিযান চালিয়ে গড়ে উঠা অবৈধ কারখানায় অভিযান চালানো হয়। এসময় সিসাগুলো জব্দ করে উপজেলায় নিয়ে আসা হয়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি বলে নিশ্চিত করেন তিনি। জানা গেছে, ঢোলাডাঙ্গী এলাকার একটি আম বাগানে কয়েক যুবক পুরোনো ব্যাটারি সংগ্রহের পর অবৈধভাবে কারখানা স্থাপন করে তা গলিয়ে সিসা তৈরি করছিলেন। এমন সংবাদের ভিত্তিতেই সেখানে অভিযান চালায় প্রশাসন । যার নেতৃত্বে ছিলেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন। অভিযান চালিয়ে ২৫ থেকে ৩০ কেজি ওজনের ৩৩০টি প্লেট সিসা জব্দ করেন। যার বাজার মূল্য আনুমানিক ২১ লাখ ৩৮ হাজার ৪০০ টাকা। তবে অভিযানের সময় ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন জানান, জব্দ করা সিসা সদর উপজেলায় রাখা হয়েছে। নিয়ম অনুযায়ি ব্যবস্থা নেয়া হবে।

  • ঠাকুরগাঁওয়ে অবৈধ কারখানায় অভিযান প্রশাসনের প্রায় বাইশ লাখ টাকার সিসা জব্দ