জনপ্রিয়

টেকনাফে যৌথ অভিযানে অ’স্ত্র ও গুলি সহ ২ জন কুখ্যাত ডাকাত আটক

প্রকাশক: Dainik Jagroto Matrivumi JM TV
প্রকাশ: 1 month ago

কক্সবাজার জেলা প্রতিনিধি

কক্সবাজার টেকনাফ মঙ্গলবার ১৮ মার্চ ২০২৫ তারিখ বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ ১৮ মার্চ ২০২৫ তারিখ মঙ্গলবার মধ্যরাত ০২ টায় কোস্ট গার্ড এবং নৌবাহিনী এর সমন্বয়ে কক্সবাজারের টেকনাফ থানাধীন হোয়াইক্যাং ইউনিয়নের ০৩ নং ওয়ার্ডের উনচিপ্রাং এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে কুখ্যাত ডাকাত সালেহ বাহিনীর প্রধান সালেহ (২৮) কে তার সহযোগী আনোয়ার প্রকাশ সাদেক (২৩) সহ তার নিজ বাড়ি হতে আটক করা হয়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে ০১ টি দেশীয় আগ্নেয়াস্ত্র (পিস্তল), ০১ টি দেশীয় অস্ত্র ও ০১ রাউন্ড তাজা গোলা জব্দ করা হয়।

তিনি আরেও বলেন, জব্দকৃত আগ্নেয়াস্ত্র এবং গোলার আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।