জনপ্রিয়

জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে সর্বদলীয় বৈঠকে যোগ দিচ্ছে না বাসদ

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 3 months ago

মোঃ খালিদ হাসান নিশাদ, (স্টাফ রিপোর্টার)

জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্র চূড়ান্ত করার লক্ষ্যে রাজনৈতিক দল ও অন্য অংশীজনদের সঙ্গে অনুষ্ঠিতব্য আজকের বৈঠকে যোগ দিচ্ছেনা বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ। বাসদের সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজ আজ বৃহস্পতিবার সংবাদপত্রে প্রকাশার্থে দেয়া এক বিবৃতিতে এ সিদ্ধান্ত জানিয়েছেন। বিবৃতিতে বাসদ সাধারণ সম্পাদক বলেছেন, ‘আজ ১৬ জানুয়ারি ২০২৫, বেলা ১টা ২৫ মিনিটে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের সাধারণ সম্পাদকের ফোনে হোয়াটসঅ্যাপ নাম্বারে নামবিহীন একটি খুদে বার্তা পাঠিয়ে আগামীকাল বিকেল চার ঘটিকায় ফরেন সার্ভিস একাডেমির বৈঠকে দলের পক্ষ থেকে একজন প্রতিনিধি পাঠিয়ে খসড়া ঘোষণাপত্র বিষয়ে আমাদের পর্যালোচনা উপস্থিত করতে বলা হয়। সঙ্গে ঘোষণাপত্রের পিডিএফ কপি পাঠানো হয়। আমরা জানতে পারি, বৈঠকটি আগামীকালের নয়, আজ ১৬ জানুয়ারি বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে।’ বিবৃতিতে বাসদ সাধারণ সম্পাদক বলেন, ‘সার্বিক বিবেচনায়, যে নাম্বার থেকে খুদে বার্তা এসেছিল ঐ নাম্বার একটি ফিরতি খুদে বার্তায় আমরা আমন্ত্রণকারীকে জানিয়েছি, উল্লেখিত বিষয়ে আমাদের পার্টিতে, আমাদের জোট বাম জোটে এবং ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী অন্যান্য গণতান্ত্রিক রাজনৈতিক দল, সংগঠন, ব্যক্তিবর্গের সঙ্গে পরামর্শ করে এত অল্প সময়ে গুরুত্বপূর্ণ এসব কাজ সম্পন্ন করা সম্ভব নয়। তাই সার্বিক বিবেচনায় বাসদের পক্ষে আজ ১৬ জানুয়ারির বৈঠকে উপস্থিত থাকা সম্ভব হচ্ছে না।’