ইমান আলী, স্টাফ রিপোর্টার
ঢাকা, ২২ মার্চ : জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বাংলাদেশ লেবার পার্টির ১২ সদস্যের প্রতিনিধি দলের সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ মার্চ) সকাল ১১টা ৩০ মিনিটে জাতীয় সংসদ ভবনের এলডি হলে অনুষ্ঠিত এই বৈঠকে লেবার পার্টির প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দলটির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান।
সভায় সভাপতিত্ব করেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রিয়াজ। এছাড়াও উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন (দুদক) সংস্কার কমিশনের প্রধান ড. ইফতেখারুজ্জামান, নির্বাচন কমিশন সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার, পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফর রাজ হোসেন এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সাংবাদিক মনির হায়দার।
সংলাপে বাংলাদেশ লেবার পার্টির পক্ষ থেকে অংশ নেন দলের ভাইস চেয়ারম্যান এস এম ইউসুফ আলী, অ্যাডভোকেট জোহরা খাতুন জুঁই, মোঃ আলাউদ্দিন আলী, অ্যাডভোকেট আমিনুল ইসলাম রাজু, হিন্দুরত্ন রামকৃষ্ণ সাহা, মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, যুগ্ম মহাসচিব আব্দুর রহমান খোকন, হেলাল উদ্দিন চৌধুরী, দফতর সম্পাদক মোঃ মিরাজ খান, গাজীপুর জেলা সভাপতি নাজমুল করির মোল্লা শামীম ও ঢাকা মহানগর সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম জাহিদ।
বৈঠকে বাংলাদেশ লেবার পার্টির প্রতিনিধি দল জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে সুশাসন, নির্বাচন ব্যবস্থার নিরপেক্ষতা, দুর্নীতিমুক্ত প্রশাসন এবং জনআস্থার পুনঃপ্রতিষ্ঠার প্রয়োজনীয়তা তুলে ধরেন। একইসঙ্গে গঠনমূলক মতামত ও প্রস্তাবনা প্রদান করেন তারা।
জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকেও দলীয় প্রস্তাবনার গুরুত্বের বিষয়ে আশ্বাস প্রদান করা হয় এবং ভবিষ্যত গণতান্ত্রিক অভিযাত্রায় সকল অংশীজনের সক্রিয় ভূমিকার ওপর জোর দেওয়া হয়।
সংলাপ শেষে ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেন, “জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার মাধ্যমে একটি শান্তিপূর্ণ, স্বচ্ছ ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা গঠনের লক্ষ্যেই আমরা এই সংলাপে অংশ নিয়েছি। জনমতের প্রতি শ্রদ্ধা রেখে সকল দলের অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য রাজনৈতিক চুক্তির প্রয়োজনীয়তা আজ অত্যন্ত জরুরি।”
সংলাপ শেষে অংশগ্রহণকারীদের মাঝে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় ও বন্ধুত্বপূর্ণ আলোচনা হয়।