জনপ্রিয়

জয়পুরহাটের খাঁঈর হাটখোলা বাজারে বেড়েছে আখের রসের চাহিদা

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 8 months ago

মোঃ মেহেরাজ হোসেন, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ দেশের অন্যান্য জেলার মতো তার প্রবাহের বিপর্যস্ত জয়পুরহাটের জনজীবন। বিশেষ করে আজকে ওয়াজ মাহফিলে অনেক গরম । তাই বেড়েই চলেছে আখের রসের চাহিদা।তাপমাত্রা ৩৩ থেকে ৩৬ ডিগ্রির মধ্যে ওঠানামা করছে মানুষ আর এই গরমে কিছুটা স্বস্তি পেতে কদর বাড়ছে আখের রসের। জয়পুরহাটের খাঁঈর হাটখোলা বাজারে বিক্রির হচ্ছে আখের রস। প্রতি ক্লাস রস বিক্রি হচ্ছে ১০ থেকে ১৫ টাকা। রস কিনতে আসা ক্রেতা শহিদুল ইসলাম বলেন অতিরিক্ত গরম পরছে এজন্য অনেক তৃষ্ণা পাচ্ছে আর তাছাড়া বাজারে ওয়াজ মাহফিলের অনেক গরম এই গরমে আখের রস খেতে অনেক ভালো লাগছে। আর আর বিক্রেতা বলেন বিভিন্ন জায়গা থেকে আর কিনে এনে আমি খেয়াল হাটখোলা বাজারে বিক্রি করি। কারণ এই গরমে মানুষের পানির তৃষ্ণা পেলে তো রস পান করবে যদি দাম বেশি রাখে তাহলে মানুষ কষ্ট পাবে এজন্য আমি প্রতিদিন ১০০ থেকে ১৫০ প্লাস বিক্রি করি। এটা আমার সংসার খুব ভালো চলে

  • জয়পুরহাটের খাঁঈর হাটখোলা বাজারে বেড়েছে আখের রসের চাহিদা