জনপ্রিয়

জয়পুরহাট সরকারি কলেজ মাঠে ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে গণ ইফতার অনুষ্ঠিত

প্রকাশক: Dainik Jagroto Matrivumi JM TV
প্রকাশ: 1 month ago

জয়পুরহাট প্রতিনিধি

ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে জয়পুরহাট সরকারি কলেজ মাঠে আয়োজিত গণ ইফতার কর্মসূচিতে প্রায় ১,৫০০ শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, জয়পুরহাট কলেজ শাখার আয়োজনে অনুষ্ঠিত এই ইফতার মাহফিলে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, বদর দিবস মুসলিম উম্মাহর জন্য একটি তাৎপর্যপূর্ণ দিন। এই দিনটির শিক্ষা ও তাৎপর্য তুলে ধরতেই এ আয়োজন করা হয়েছে।

ইফতারের আগে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়, যেখানে বক্তারা বদর যুদ্ধের শিক্ষা, আত্মত্যাগ ও ত্যাগের মূল্যবোধ সম্পর্কে বক্তব্য রাখেন। তারা বলেন, বদর যুদ্ধের চেতনা আমাদের জীবনে ন্যায় ও সত্যের পথে অবিচল থাকতে অনুপ্রাণিত করে।

অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে এ ধরনের আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।